WE ডিজিটাল পরিসেবা,

যখন অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডগুলো শুধুমাত্র একটি বক্স দিয়েই দায়মুক্ত হচ্ছে, সেখানে WE দিচ্ছে পুর্ণাঙ্গ অভিজ্ঞতা যা একজন গ্রাহক প্রতিনিয়ত আশা করে। এজন্য প্রতিটি সম্মানিত গ্রাহককে WE দিচ্ছে সীমাহীন ইন্টারনেট, বিশেষ মুহূর্তগুলোকে ধরে রাখার জন্য ভালো ক্যামেরা, স্পেসের অভাবে পছন্দের ছবি, গান, ভিডিও ও যে কোনো ডিজিটাল কনটেন্ট (খবর, বিনোদন ও শিক্ষামূলক বিভিন্ন অ্যাপ) যাতে আর কখনো ডিলিট করতে না হয় সেজন্য ডাটা সংরক্ষণের নিরাপদ ক্লাউড স্টোরেজ, অনলাইন রেডিও এবং মিউজিক প্লেয়ার আর এগুলো সব যাতে পার্ফেক্টলি কাজ করে যে জন্য শক্তিশালী ও দ্রুতগতির প্রসেসর। সহজে বলতে গেলে-WE আপনাকে দিচ্ছে ফোনের সবধরণের সুবিধা উপভোগ করার স্মার্ট সল্যুশন ।

বাংলাদেশের স্বনামধন্য ব্যবসায়িক গ্রূপ আমরা গ্রূপ অব কোম্পানিজ WE স্মার্টফোন সার্ভিসের বাইরেও সুনামের সাথে এগিয়ে চলছে আইটি বিজনেস, আউটসোর্সিং, টেক্সটাইলস ,অ্যাপেয়ারেলস এবং প্রফেশনাল ডেভেলপমেন্ট ব্যবসা নিয়ে।

গত তিন দশক ধরে আমরা টেকনোলজি প্রডাক্টস এবং সল্যুশন ব্যবসায় প্রধান ভূমিকা পালন করে চলছে। আমাদের সেবাগুলি হলো- টেলিকমিউনিকেশন কোম্পানি, কর্পোরেট হাউজ ও আইএসপি-এর জন্য বাল্ক ইন্টারনেট কানেক্টিভিটি; বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সফটওয়্যার ও হার্ডওয়্যার সেবা; এটিএম, পিওএস, ক্রেডিট ও ডেবিট কার্ড-এর ই-পেমেন্ট সার্ভিস, স্টোরেজ ও সিকিউরিটি সল্যুশন ইত্যাদি ।